জিএমপি‘র বাসন থানা পুলিশ ৬৫০পিছ Burenophine ইঞ্জেকশনসহ ২মাদক কারবারীকে আটক করেছে 458 0
জিএমপি‘র বাসন থানা পুলিশ ৬৫০পিছ Burenophine ইঞ্জেকশন সহ ২মাদক কারবারীকে আটক করেছে
রনি আহমেদ:
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি)বাসন থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে বাসন থানাধীন ভোগড়া পেয়ারা বাগান শামছুল হকের বাসার ২য় তলার আসামিদের ভাড়াকৃত রুম হতে ২২আগষ্ট ২০২১ ইং তারিখ ভোর ০৪.৩৫ ঘটিকায় আসামি ১।এরশাদ (৩৫),পিতা- মোঃ খাদেমুল ইসলাম, আদরপুর, থানা -পীরগঞ্জ, জেলা-রংপুর ২।মোঃ সালেক (৩৮),মোঃ হাকিম,সাং-আদরপুর,থানা-পীরগঞ্জ,জেলা- রংপুর,বর্তমান সাং- ভোগড়া,পেয়ারা বাগান(শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া) থানা বাসন,জিএমপি,গাজীপুর ভারতীয় বিক্রয় নিষিদ্ধ নেশাজাতীয় ৬৫০(ছয় শত পঞ্চাশ) পিস Burenophine injection সহ ২ জনকে গ্রেফতার করা হয়ছে। মাদক বিরোধী অভিযানে বাসন থানা পুলিশের সহকারী উপ পুলিশ পরিদর্শক নাজমুল হক ও সহকারী উপ পুলিশ পরিদর্শক সোহাগ হাসান,সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় নেশা জাতীয় মাদক দ্রব্যসহ আসামীদের গ্রেপ্তার করেন ।
পুলিশ পরিদর্শক নাজমুল হক ও সহকারী উপ পুলিশ পরিদর্শক সোহাগ হাসান বলেন,চৌকস অফিসার ইনচার্জ মালেক খসরু খান স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করি এবং সফল হই । গ্রেপ্তারকৃত আসামীদের বিরোদ্ধে ২০১৮সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)ধারায় নিয়মিত মামলা রুজ্জু হয়েছে । বাসন থানার মামলা নং ২২ তারিখ:২২/৮/২০২১ইং